মোটর বাইক চোরকে ধরে গণধোলাই দিলো উত্তেজিত বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌর এলাকার। কয়েকদিন আগেই সেখানকার স্থানীয় বাসিন্দা রাজকুমার খামরুই এর একটি মোটর বাইকে চুরি হয়ে যায়।যা নিয়ে তিনি থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ সেই বাইক উদ্ধার করার আগেই চোরের সন্ধান পেতেই রাজকুমার আর কিছু গ্রামবাসী তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসেন।
ধৃতের নাম দুলাল জমাদার, তার বাড়ি ঐ গড়বেতা অঞ্চলের রস কুন্ড এলাকায়। এরপর তাকে হাতে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে গিয়ে পুলিশ এর হাতে তুলে দেয়। ঐ ধৃত ব্যাক্তির বাড়ি থেকে রাজকুমারের চুরি যাওয়া মোটর বাইক টি উদ্ধার করেন। ঐ ধৃত ব্যাক্তি নিজেই স্বীকার করেছেন যে তিনি হিরো হোন্ডা মোটর বাইক টি চুরি করেছেন। বাইক চোর চুরির কথা স্বীকার করলেও পুলিশ সেখানে গেলে সেখানকার এক স্থানীয় বাসিন্দা কে মারধরের অভিযোগ উঠেছে। এই নিয়ে সেখানে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।