গত 5 th আগস্ট বাংলাদেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জল্পনা চলছিল তিনি ব্রিটেনে চলে যেতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি দিল্লিতে রয়েছেন।এরকম এক পরিস্থিতিতে মোদী সরকারের ছত্রছায়ায় থেকে তিনি ষড়যন্ত্র করছেন বলে দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে যড়যন্ত্র করছেন। ছাত্র-জনতার রক্ত ত্যাগের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ ই আগস্ট এর দিন মাঠে নেমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমাদের দায়িত্ব হচ্ছে ১৫ই আগস্ট এর দিন তারা যে পরিকল্পনাও করছে তা রাজপথে থেকে সেটাকে প্রতিহত করা।
বুধবার সকালে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল আরো বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুজনকে গ্রেফতারও করা হয়েছে। খুনের সাথে যারা জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের কাজ হল দলকে সুসংগঠিত করা।