একদিকে আর জি করের ঘটনায় উত্তাল দেশ, অন্য দিকে স্কুলের মধ্যে ছাত্রীদের মোবাইল ফোনে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ ৷ অভিযুক্ত ওই শিক্ষকের নাম প্রমোদ সরদার । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অকোলা জেলার একটি স্কুলে৷ অষ্টম শ্রেণির ক্লাসে গিয়ে প্রথমে ছাত্রদের সেখান থেকে বের করে দিতেন ৷ এরপর ফোনে ছাত্রীদের পর্ণগ্রাফির ভিডিয়ো দেখানো হত ৷ শুধু তাই নয়, সেই নিয়ে ছাত্রীদের সঙ্গে আলোচনাও করত ৷ পাশাপাশি 6 ছাত্রীর শ্লীলতাহানিও করেন বলে অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষক প্রমোদ সরদারকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । জানা যাচ্ছে প্রায় চার মাস শিক্ষকের অত্যাচার সহ্য করে ছাত্রীরা অবশেষে তারা বাড়িতে মুখ খোলে ৷ ছাত্রীদের অভিভাবকরা থানায় গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে, মহারাষ্ট্র এর মুখ্যমন্ত্রী অভিযুক্তর বিরুদ্ধে কঠিন শাস্তি নেওয়ার কথা জানান।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
More From Author
Cancel reply
You must be logged in to post a comment.
+ There are no comments
Add yours