মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট.
ম্যাচে প্রথম থেকেই দাপট দেখিয়ে খেলা শুরু করে নর্থইস্টকে প্রথমে ২ গোল দিয়ে অনেকটাই এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধে কোচ পেড্রো বানালিত এক চালে দারুন ভাবে খেলায় মোড় আনে নর্থইস্ট। মাত্র দুই মিনিটের ব্যাবধানে দুই গোল শোধ করে নর্থইস্ট ইউনাইটেড।
মোহনবাগানের হয়ে পেনাল্টি পেয়ে প্রথম গোলটি করেন কামিংস। এবং দ্বিতীয় গোলটি করেন সাহাল। অপরদিকে দ্বিতীয়ার্ধে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন আজারাই এবং গিলেরমো। মোহনবাগানের লিস্টন কোলাসো এবং শুভাশিস বসুর শট বাঁচিয়ে নাতক নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষক গুরমিত।
দুই- দুই এ খেলা শেষে ট্রাইবেকারে চার-তিন গোলে জয়ী হয় নর্থইস্ট ইউনাইটেড। যুবভারতীর গ্যালারিতে বসে পুরো ম্যাচ দেখলেন নর্থইস্ট ইউনাইটেডের কর্ণধার ও বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম।
+ There are no comments
Add yours