ফের জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ৪ জওয়ান-সহ এক সেনা অফিসার। জানা গিয়েছে, সোমবার রাতে এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়।শহিদ ৪ জওয়ানের মধ্যে রয়েছেন একজন সেনা অফিসার। যদিও তার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডোডা টাইন থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যেয় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পিছু হঠবার পথ না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আক্রমণ চালায় সেনাবাহিনী।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.