রণবীর কাপুর-সাই পল্লবীর ‘রামায়ণ’ ছবির মুক্তির তারিখ ঘোষণা

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে ঘোষণা করা হল ‘রামায়ণ’ ছবির মুক্তির তারিখ। ছবির ঘোষণা হওয়ার সময় থেকেই তুঙ্গে ছিল উত্তেজনা। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ’ মুক্তি পাবে দুই পর্বে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই তারিখ ঘোষণা করলেন ছবির প্রযোজক নমিত মলহোত্রা।
৬ নভেম্বর নিজের ‘এক্স’ (পূর্ববর্তী টুইটার) হ্যান্ডলে পরপর কিছু পোস্ট করেন নমিত। তিনি লেখেন, ‘প্রায় এক দশকেরও বেশি সময় আগে, ৫০০০ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করা এই মহাকাব্যটিকে বড় পর্দায় আনার মহৎ অনুসন্ধান শুরু করেছি। আর আজ, আমি সেই স্বপ্নকে সুন্দরভাবে আকার নিতে দেখে শিহরিত, আমাদের গোটা দল একটা উদ্দেশ্য নিয়েই অক্লান্ত পরিশ্রম করে চলেছে: আমাদের ইতিহাস, আমাদের সত্য এবং আমাদের সংস্কৃতির সবচেয়ে খাঁটি, পবিত্র এবং দৃশ্যত অত্যাশ্চর্য সংস্করণ উপস্থাপন করতে – আমাদের ‘রামায়ণ’ পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে।’
শেষ পোস্ট থ্রেডে যোগ করেছেন, ‘গর্ব এবং শ্রদ্ধার সঙ্গে আমাদের সর্বশ্রেষ্ঠ মহাকাব্যকে জীবন্ত করার স্বপ্ন পূরণ করতে আমাদের সঙ্গে যোগ দিন… ২০২৬ সালের দীপাবলিতে প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব। আমাদের সমগ্র ‘রামায়ণ’ পরিবারের পক্ষ থেকে।’
প্রযোজকের তরফে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে যদিও এখনও কোনও স্টারকাস্টের নাম উল্লেখ করা হয়নি। শুধু ছবি মুক্তির সাল ও পরিচালক নীতেশ তিওয়ারির নাম লেখা রয়েছে তাতে। এর আগে সেটের যে ছবি ভাইরাল হয়েছে তাতে রণবীর কাপুরকে রামের বেশে, সাই পল্লবীকে সীতার চরিত্রে দেখা গিয়েছে। দক্ষিণী তারকা যশ অভিনয় করবেন রাবণের চরিত্রে। এই ম্যাগনাম ওপাসের সহ-প্রযোজকও যশ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author