রণবীর দীপিকার কোল আলো করে লক্ষ্মীর আগমন
সদ্য প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাডুকোন।শনিবার গণেশ চতুর্থীর দিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপিকা । গণেশ চতুর্থীর পরের দিন রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দীপিকা রণবীরের ঘরে কবে আসবে তৃতীয় সদস্য, এ নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত ছিল না। শেষমেষ বিয়ের ৬ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন দীপিকা রণবীর।চারিদিকে যখন অশান্ত সময়, কলকাতার আরজিকর ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে, ঠিক সেই সময়ই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।মেয়ে হয়েছে দীপিকার। রণবীরের কামনাও ছিল তেমনটাই। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, দীপিকার কাছে তাঁর একটাই আবদার। একটি ফুটফুটে মেয়ে চাই তাঁর, যে একেবারে দীপিকার মতোই মিষ্টি হবে। তাই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলে তাঁরই ছোটবেলার ছবি তিনি তাঁকে দেখাবেন, যাতে মেয়ে একদম মায়ের মতোই মিষ্টি হয়।
এরপরেই রণবীর বলেছিলেন, তাঁর ছেলে হোক বা মেয়ে, নাম রাখবেন শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত নাকি রণবীর এবং দীপিকা দুজনে মিলেই নিয়েছিলেন। প্রার্থনা মতো মেয়ে জন্ম তো হল, কিন্তু পূর্ব পরিকল্পনা মতো শৌর্যবীর সিং নামটাই রাখবেন তো তাঁরা? তা অবশ্য এখনো জানা যায়নি।
+ There are no comments
Add yours