রতন টাটাকে শ্রদ্ধা জানাতে আজ সিঙ্গুরে শুভেন্দুর সভা
বিরোধীদের আন্দোলনে চাপে ১৬ বছর আগে তাঁর সংস্থা সিঙ্গুর থেকে নির্মীয়মাণ গাড়ি কারখানা গুটিয়ে পাড়ি দিয়েছিল গুজরাটে। দিন কয়েক আগে প্রয়াত হলেন তিনি— সিঙ্গুরে রাজ্যের দ্বিতীয় গাড়ি কারখানার স্বপ্নদ্রষ্টা রতন টাটা। তাঁকে শ্রদ্ধা জানাতে আজ, শুক্রবার সিঙ্গুরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি সেই সময়ে ছিলেন বিরোধী দল তৃণমূলে।জেলা বিজেপি সূত্রের খবর, এ দিন বিকেল চারটে নাগাদ সিঙ্গুরের সাহানাপাড়া থেকে এক সময়ের প্রকল্প এলাকার মেশিনারি গেট পর্যন্ত দলীয় মিছিল হবে। মিছিল শেষে সভাও হবে। সিঙ্গুরের জমিতে যে শেষ পর্যন্ত কিছু হল না, সে কথাই ফের শুভেন্দু বলতে আসছেন এলাকাবাসীকে। পাশাপাশি, সিঙ্গুরেযে শিল্প স্থাপনের চেষ্টার জন্য তিনি রতন টাটাকে শ্রদ্ধাও জানাবেন।