রবিবার থেকে আবহাওয়ার খেল শুরু উত্তর থেকে দক্ষিণবঙ্গে! পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া
পুজোর বাকি আর মাত্র এক সপ্তাহ, এখনও আকাশের মুখভার। আবহবিদদের বিভিন্ন আপডেটে জল্পনা চলছে, পুজোয় বৃষ্টি হবে না তো? এর মধ্যেই পুজোর আগের সপ্তাহের আবহাওয়া নিয়ে খুশির খবর শোনাল আলিপুর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বিস্তারিত। উত্তরবঙ্গে রবিবার থেকেই বদলাবে আবহাওয়ার পরিস্থিতি। বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনও জেলাতেই।শুধু তাই নয়, দক্ষিণবঙ্গবাসীর জন্যও খুশির খবর। রবিবার থেকে আগামী ৬ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। অর্থাৎ, পুজোর আগের সপ্তাহে উৎসবের কেনাকাটায় বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে পুজোর ক’দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।পুজোয় একাধারে ভাসবে উত্তরের জেলাগুলিও। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানা গিয়েছে।