রাজধানী শহর থেকে নোটিশ এক সপ্তাহের মধ্যে বাসভবন ছাড়তে হবে কেজরিওয়ালকে
#ArvindKejriwal#DelhiPolitics#AAP#GovernmentHousing#Resignation#PoliticalUpdates#CurrentAffairs#SanjaySingh#asianews#asianewslive
গত ১৬ই সেপ্টেম্বর আবগারি মামলায় তিহাড় জেল থেকে ছাড়া পান অরবিন্দ কেজরিওয়াল। এরপরের দিনই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। আর বুধবারেই সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার নোটিস আসে অরবিন্দের কাছে।তাঁর সরকারি বাসভবন এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এই প্রসঙ্গে আম আদমীর পার্টির নেতা সঞ্জয় সিং বলেছেন, আমরা দিল্লির মানুষের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে, কেজরিওয়ালকে তার পদে তার সততার সার্টিফিকেট দিয়েই নিয়ে আসবে। দিল্লির মানুষের জন্য তিনি নিষ্ঠা ও সততার সাথে সৎ ভাবে কাজ করে গেছেন তা দিল্লিবাসী দেখেছে। যখন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তখন তাকে সমস্ত সুযোগ-সুবিধা ছেড়ে দিতেই হবে।
+ There are no comments
Add yours