রাজ্যজুড়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস ফোরামের
আজ সারা রাজ্য জুড়ে সকাল ন’টা থেকে রাত নটা পর্যন্ত মোট ১২ ঘণ্টার অনশনে ডাক দিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। যে যে জায়গায় কর্মস্থলে রয়েছেন সেই জায়গা থেকেই সেই অনশনে যোগদান করতে পারে বলে জানিয়েছেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।
আর এদিকে রাজ্যে বিভিন্ন জায়গায় পুজো কার্নিভালের দিন। তার মাঝে আরেক কার্নিভালের ডাক দিলেন চিকিৎসক সমাজ।
মঙ্গলবার রানি রাসমণি রোডে “দ্রোহের কার্নিভালের” ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার। বিকাল 4টের সময় শুরু হবে এই কর্মসূচি। মূলত সমাজের সকল স্তরের মানুষকে এই দিন রানি রাসমণি রোডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে “দ্রোহের কার্নিভাল”।