রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন: নিরাপত্তায় কঠোর ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনী ও QRT মোতায়েন
বুধবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী এবং দ্রুত প্রতিক্রিয়া দল (QRT) মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায়:
– সিতাইতে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৫৮টি QRT
– মাদারীহাটে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮৪টি QRT
– নৈহাটিতে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৫৮টি QRT
– হাড়োয়ায় ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০টি QRT
– মেদিনীপুরে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০টি QRT
– তালডাংরায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৯৪টি QRT মোতায়েন করা হয়েছে।
এই নিরাপত্তা ব্যবস্থা ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গৃহীত হয়েছে।