রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ, রাজ্যের সাত জেলা কুয়াশায় ঢাকবে, কোথায় কতটা পারদ পতন? জেনে নিন
আরও নামল কলকাতার পারদ। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম কলকাতায়। বইছে উত্তুরে হাওয়া। প্রথম স্পেলেই শান্তিনিকেতন ও পুরুলিয়ায় ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। কলকাতাতেও ১৮ ডিগ্রিতে তাপমাত্রা।
রাজ্য জুড়েই এখন শীতের আমেজ। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে সপ্তাহ জুড়ে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমানতায় কিছুটা বাধা হতে পারে সে কারণে।দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। বিকেলের পর থেকে সকালের অনেকটা সময় পর্যন্ত শীতের আমেজ থাকবে রাজ্য জুড়ে।
এদিকে কলকাতায় আরও নামল পারদ। আজ, মঙ্গলবার ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কলকাতায়। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও কম। আগামী ৪-৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ থাকবে।