হাওয়া অফিস থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে আজকে সারাদিন বৃষ্টি হবে এমনকি কালকেও ভারী বৃষ্টিপাত হবে । উত্তরের 5 জেলায় অতিভারী বৃষ্টিপাত হবে। ফলে এই দুর্যোগে তাদের দুর্ভোগের আশঙ্কা বাড়লো। দক্ষিণের জেলাগুলিতেও প্রবল বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টিপাত বলে জানানো হয়েছে এরইসাথে শুক্রবারে ও দক্ষিনের সব জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। বিশেষ করে পার্বত্ব এলাকায় দার্জিলিং, কালিম্পঙ , এইসব জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এর সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন। এছাড়াও সিকিম ,ভুটান , আসাম মেঘালয়,অরুণাচল প্রদেশ থেকে শুরু করে উত্তর- পূর্ব ভারতের রাজ্য গুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরকম বৃষ্টিপাত চললে যেরকম নদীর জল বাড়বে গ্রামের মধ্যে জল ঢুকে যেমন দুর্ভোগ বাড়াবে তেমনি রাস্তাঘাট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, ধস যেমন এখন নামছে, প্রবল বৃষ্টিপাতের কারণে এই দুর্যোগ আরও বাড়তে পারে ।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.