রাত পোহালেই তৃণমূলের ঐতিহাসিক একুশে জুলাইয়ের অনুষ্ঠান, তার প্রস্তুতি চলছে জোর কদমে।ইতি মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় তৃণমূল কর্মীরা আসতে শুরু করে দিয়েছে।হাওড়া স্টেশনে শনিবার সকালে ছিলো চোখে পড়ার মতো ভিড়। তৃণমূল কর্মী সমর্থকরা পতাকা হাতে ভির জমিয়েছিল মঞ্চের সামনে। ধর্মতলার ভিক্টোরিয়া লজের সামনে সভামঞ্চ প্রায় প্রস্তুত। শুক্রবার ধর্মতলা পরিদর্শনে গিয়েছিলেন ডিরেক্টর অফ ফায়ার অভিজিৎ পান্ডে ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।একুশে জুলাই কড়া নিরাপত্তার মধ্যে থাকবে ধর্মতলা চত্বর। আজকে শনিবার ধর্মতলা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন।
![](https://asianewslive.in/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-20-at-12.42.33-PM-1024x576.jpeg)
![](https://asianewslive.in/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-20-at-12.42.34-PM-1-1024x576.jpeg)
![](https://asianewslive.in/wp-content/uploads/2024/07/WhatsApp-Image-2024-07-20-at-12.42.35-PM.jpeg)