
ফুটপাত দখল করা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল রামপুরহাটে। বোল পুরের পর এবার রামপুর হাটে এই উচ্ছেদ অভিযান শুরু করলো পুরসভা। এই উচ্ছেদ নিয়ে ব্যাবসায়ীদের তমুল উত্তেজনা ক্ষোভ, বুলডোজার গাড়ি ঘিরে ফেলে , গাড়ি উপর উঠে প্রতিবাদ জানায়। দোকান উচ্ছেদে বাধা দেয়। এই পরিস্থিতি ঘিরে বাপক চাঞ্চল্য।