রেখাকে নয়, বিজেপিকে ‘হেরো মাল’ বলেছেন, দুঃখ প্রকাশ করে দাবি ফিরহাদের

উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় ভোটের প্রচারে গিয়ে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিপাকে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। তাদের দাবি, ফিরহাদ হাকিম রেখার সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কেও আপত্তিকর কথা বলেছেন। বিষয়টি নিয়ে আচমকাই তৎপর হয়ে উঠেছে জাতীয় মহিলা কমিশন। পুরমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি’কে অনুরোধ করেছে তারা।
বুধবার হাড়োয়ায় ভোটের প্রচারে গিয়ে নিজের ভাষণে ‘হেরো মাল’ কথাটি ব্যবহার করেছিলেন ফিরহাদ। তা থেকে বিতর্কের সূত্রপাত হয়। বিজেপি’র অভিযোগ, রেখা পাত্রকে উদ্দেশ করে পুরমন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন।

জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, ‘রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, সেটা অত্যন্ত কুরুচিপূর্ণ। যেখানে মেয়েদের পণ্য হিসেবে দেখানো হচ্ছে।’

তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ অবশ্য বলেন, ‘এটা নিয়ে অহেতুক জলঘোলা করছে বিজেপি। ওই একই বক্তৃতায় রেখাকে ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করতে দেখা গিয়েছে ফিরহাদকে। যে রকম অভিযোগ করা হচ্ছে, সে রকম কিছু বলার উদ্দেশ্য বা মানসিকতা ওঁর ছিল না।’

ফিরহাদ নিজেও এর লম্বা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সবসময় নারীদের সম্মান দিয়ে কথা বলি। মেয়েদের আমি মাতৃরূপে দেখি। রেখা পাত্রকে তো আমি ভদ্রমহিলা বলেও সম্বোধন করেছি। হেরো ভূত, হেরো মাল-এই কথাগুলো বিজেপিকে বলেছি। তারপরও যদি কারও মনে লেগে থাকে তাহলে আমি দুঃখিত।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘মহিলাদের অপমান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী, আমার মা, আমার স্ত্রী, আমার তিন কন্যা, আমার নাতনি, সবাই নারী। বাংলার মহিলাদের সম্মান করি বলেই আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author