রেখার সিঁথিতে কার নামের সিঁদুর শুনে চমকে গিয়েছেন অর্চনাপূরণ সিং!
সম্প্রতি *দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো*-র প্রধান অতিথি হিসেবে রেখা সেখানে উপস্থিত ছিলেন। প্যানডোরাক্স বক্স থেকে একের পর এক রহস্য উন্মোচন করার সময় রেখা অর্চনাকে জানিয়ে দেন, সিঁথিতে কার নামের সিঁদুর তোলেন। অর্চনাপূরণ সিং তাঁর ইনস্টাগ্রামে এই মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন যে, প্রথমবার রেখাকে দেখেছিলেন শ্রাবণ ভাদোতে যখন তিনি ছোট্ট ছিলেন। তখন থেকেই মুম্বই যাওয়ার স্বপ্ন দেখতেন। আর আজ সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আনন্দ প্রকাশ করেছেন অর্চনা, জানিয়েছেন রেখার সাথে দেখা করে তার যা অনুভূতি হয়েছে এবং এই দীর্ঘ পথ চলার গল্পও ভাগ করেছেন।