বনদপ্তরের এক মহিলাকর্মীকে হুঁশিয়ার দিতে গিয়ে বিপাকে অখিল । এই ঘটনা ঘটার ২৪ ঘন্টাও কাটেনি তার মধ্যেই নিজের মন্ত্রিত্ব পদ হারালেন অখিল গিরি। দলের নির্দেশে কারা মন্ত্রির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন অখিল গিরি।
শনিবার দিন পূর্ব মেদিনীপুরের তাজপুর সৈকতে দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে অখিল গিরির বাঁধার মুখোমুখি পরেন ফরেস্ট রেঞ্জার মনীষা সাউ, মহিলা আধিকারের উদ্দেশ্যে অনেক কু – কথা ও বলেন কারামন্ত্রী অখিল গিরি। তারি আচরণ প্রকাশে আসতেই শুরু হয় রাজনৈতিক মহলে তুমুল তর্ক বিতর্ক। তমূল সমালোচনার মধ্যে ড্যামেজ কন্ট্রোলে নামে শাসক দল। দলের থেকে রাজধর্ম পালনের নির্দেশ পাওয়ার পরই রবিবার দিন তার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেন। কু কথা বলার জন্য তিনি যদিও অনুতপ্ত কিন্তু ওই মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাইতে নারাজ রামনগরের বিধায়ক।