রেলদুর্ঘটনায় দুর্গত দের পাশে মুখ্যমন্ত্রী
সাত সকালেই রেল দুর্ঘটনার খবর, খবর পেয়েই তরিঘরি আহতদের দেখতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় জখমদের দেখে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি দাড়িয়ে সন্ধ্যায় ফের রেলের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী।বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বলেন, “এখন শুধুই বন্দে ভারতেরই প্রচার চলছে। দুরন্ত এক্সপ্রেস ছিল সব চেয়ে দ্রুতগতির ট্রেন। ওটা আমি করে দিয়েছিলাম। কিন্তু এখন শুধুই অবহেলার মুখোমুখি হতে হচ্ছে।” পাশাপাশিই মমতা বলেছেন, আমি রেলকর্মীদের পাশে রয়েছি।” মমতার মূল অভিযোগের তির কেন্দ্রীয় সরকার তথা রেল মন্ত্রকের দিকে।তাঁর আক্ষেপ, যাত্রীনিরাপত্তার জন্য পরিকাঠামো উন্নয়ন ব্রাত্য করে রেখে কেবল চাকচমক্যে জোড় দেওয়া গুরুত্ব দেওয়া হচ্ছে।বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে আসলে নাগরিকদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।