রেল ট্র্যাকে ভয়ানক কান্ড, চালকের জন্য বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো
#Kanpur#Prayagraj#TrainIncident#GasCylinder#SafetyFirst#RailwayAlert#EmergencyResponse#InvestigationUnderway#PublicSafety#RailwayNews#IncidentReport#AccidentAvoided#asianews#asianewslive
কানপুর থেকে প্রয়াগরাজ যাওয়ার সময় রেল লাইন এর ট্র্যাকে গ্যাস সিলিন্ডার পড়ে থাকে দেখতে পেয়েই তৎপরতার সাথে ট্রেনের চালক ঐ মালবাহী ট্রেনটি থামায়। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে এই উদ্বেগজনক ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। তবে সিলিন্ডারটি খালি থাকায় বড়ো কিছু ঘটনা ঘটেনি।
+ There are no comments
Add yours