সামরিক বাহিনীর মহড়া চলছে। তবে সেই ইউনিটকে কোনো সেনা কমান্ডার নেতৃত্ব দিচ্ছেন না নেতৃত্বে রয়েছে একটি রোবট। পিঠে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রোবটটি ছুটে চলেছে। আর পেছনে চলেছেন পদাতিক সেনারা।
এরকমই এক ছবি দেখা গেল সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে চীনের সামরিক বাহিনী যৌথ সামরিক মহড়ায়।মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে চীনের ভিডিও।
ভিডিওতে চেন ওয়েই নামের চীনের একজন সেনা বলেন, ‘নগরাঞ্চলে যুদ্ধের জন্য নিয়োজিত আমাদের সেনা ইউনিটের নতুন সদস্য এই রোবট সেনা। অনুসন্ধানের কাজ, শত্রুপক্ষের অবস্থান শনাক্ত ও প্রতিপক্ষকে নিশানা করে আক্রমণ চালানোর কাজ করবে এটি।’
ভিডিওতে দেখা যায়, অস্ত্র কাঁধে নিয়ে রোবটটি হেঁটে চলেছে এদিক থেকে সেদিক প্রয়োজন হলে মাটিতে শুয়ে পড়া ও পেছন থেকে ফিরেও চলতে পারে রোবটটি। বড়োই অদ্ভুত চীনের সেনা বাহিনীর নেতৃত্ব দিচ্ছে এই রোবট সেনা কমান্ডার।
রোবট সেনা
