র জি করের প্রতিবাদ মিছিল থেকে সাসপেন্ডের হুশিয়ারি তৃণমূল বিধায়কের, ভাইরাল অডিও
পরিবারের কেউ যদি প্রতিবাদ মিছিলে যোগ দেয় তাহলে দল থেকে সাসপেন্ডের হুঁশিয়ারি দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। ভাইরাল এই অডিও ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। তৃণমূল মানেই হিংসা, হুমকি, ভয় দেখানো। সোশাল মিডিয়ায় অডিও পোস্ট করে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। পাল্টা উত্তর দিয়েছেন তৃণমূল বিধায়ক।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদ এখন সর্বত্র। গর্জে উঠেছেন সর্বস্তরের মানুষ। এই পরিস্থিতিতে একটি ভাইরাল অডিও ক্লিপ, পথে নামা আটকাতে হুঁশিয়ারি দিতে শোনা গেল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। আর জি কর কান্ডের প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দেন ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুলের প্রাক্তনীরা। কেউ যাতে এই মিছিলে যোগ দিতে না পারেন, সেজন্য দলের কর্মীদের কার্যত ফরমান জারি করেন তৃণমূল বিধায়ক।
ভাইরাল সেই অডিয়ই পরেশরাম দাস কে বলতে শোনা যায়..সবাই সবার এলাকা অনুযায়ী প্রত্যেকটা বুথে নির্দেশ দিন , যে কোনোভাবেই কোন ছেলে বা মেয়ে ওই রাত দখলের মত মিথ্যা প্ররোচনা চক্রান্তে পা না দেয়। আর বিশেষ করে আমাদের দলীয় ছেলে বা মেয়েরা যেন না বেরোয়। যদি কেউ সেই মিছিলে যোগদান করেন এবং সে আমাদের নজরে আসে , তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা দল থেকে সাসপেন্ড করবো।
অন্যদিকে আরজিকর কান্ডের প্রতিবাদ নিয়ে রবিবার আপত্তিকর ভাষায় কথা বলতে শোনা গেছে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে। তিনি বলেন..এরা গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। এরা অনেক দূর বেড়ে গেছে। মিথ্যা অপপ্রচার করে বলছে লক্ষীর ভান্ডার, ১০০ দিনের কাজের টাকা, কোন অনুদান ,সম্মান চায়না। সাহস থাকলে এদের নিয়ে একটা অভিযান মিছিল করে দেখাও। তাহলে বুঝবো বাপের বেটা । সব মিলিয়ে প্রতিবাদ বিক্ষোভ ঘিরে রাজনৈতিক চাপানউতর এর পারদ চড়ছে ক্রমাগত।
+ There are no comments
Add yours