লন্ডনের রাস্তায় বিরাট কোহলির এ কী অবস্থা! সারা দেশের হিরো, সংসারে এমন হাল!
বিরাট কোহলি। তিনি সারা দেশের কাছে হিরো। তবে সংসারে স্ত্রীর সামনে তিনি স্রেফ একজন স্বামী। আর পাঁচজন স্বামী তাঁর সংসারের জন্য যতটা দায়িত্বশীল, বিরাট কোহলিও ঠিক তাই।
তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা সাত মাস ধরে দেশে ফেরেননি। অনেকে বলছেন, বিরাট ও অনুষ্কা ভবিষ্যতে হয়তো লন্ডনেই থাকতে শুরু করবেন! বিরাট কোহলি বর্তমানে স্ত্রী, সন্তানদের নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন।ইতিমধ্যে তাঁর একাধিক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিও পোস্ট করে দাবি করেছেন, লন্ডনের রাস্তায় স্ত্রীর সঙ্গে ঘুরছেন তিনি। অবশ্য অনেকে বলছেন, এই ভিডিও পুরনো এবং এটি তাঁদের নিউজিল্যান্ড ভ্রমণের সময়ের।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্কা সামনে হাঁটছেন, বিরাট কোহলি হাতে ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছেন। সাদা টপ আর কালো ট্রাউজার পরে বিরাটের সামনে চলেছেন অনুষ্কা। অনেকে মজা করে বলেন, সংসারে বিরাট কোহলির অবস্থা আর পাঁচজন স্বামীর মতোই।
ওই ভিডিও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কেউ শুট করেছেন বলে মনে করা হচ্ছে। অনেকে তাঁদের ভারতে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন।অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাঁদের সন্তান ভামিকা এবং অকায়ের সাথে কিছুদিন ধরে লন্ডনে থাকছেন। তবে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অনুষ্কা।
+ There are no comments
Add yours