লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হুমকি, নিরাপত্তাহীনতায় কাঁদছেন বাহুবলী সাংসদ পাপ্পু যাদব
লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে পাঙ্গা নিয়ে বিপাকে বাহুবলী সাংসদ! এবার কাঁদছেন নিরাপত্তার জন্য । বিহারের সাংসদ পাপ্পু যাদবকে খুনের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। বিহারের বাহুবলী সাংসদ পাপ্পু যাদবকে ফোন করে জানানো হয় যে, তাঁর গতিবিধির উপর তাদের নজরে রয়েছে। সলমান খানের থেকে দূরে না থাকলে খুন করে দেওয়া হবে সাংসদকে।