লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের নাম জুড়ে গান, ফের অভিনেতাকে হুমকি
জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমান খানের নাম জড়িয়ে গান নিয়ে তীব্র আপত্তি। ফের অভিনেতাকে প্রাণনাশের হুমকি। বৃহস্পতিবার মধ্যরাতে আবারও মুম্বই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে সলমনের নাম করে একটি হুমকি মেসেজ আসে। একের পর এক হুমকির জেরে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হুমকি মেসেজে উল্লেখ করা হয়েছে, ‘গীতিকারের এমন হাল করব সে আর কোনও গান লেখার অবস্থায় থাকবে না। সলমন খানের সাহস থাকলে তাঁকে বাঁচান।’ কেন অভিনেতার সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের নাম জড়িয়ে গান তৈরি করা হলো তা নিয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে এই হুমকি মেসেজে।
এর আগে সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩২ বছরের বিকা রাম ওরফে বিক্রমকে। কর্নাটকের হাভেরি থেকে তাঁকে পাকড়াও করেছে পুলিশ। রাজস্থানের জালোরের বাসিন্দা এই বিকা রামকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুম্বইয়ের অ্যান্টি টেরর স্কোয়াড।
+ There are no comments
Add yours