লালবাজারে চিকিৎসকদের আন্দোলনে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান
লালবাজারের অভিযানে যাওয়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতে গিয়ে গো ব্যাক শ্লোগান শুনতে হল তমলুকের বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। সূত্রের খবর, ফিয়ার্স লেনের কাছে পুলিশি ব্যারিকেডে আটকে পড়া জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অভিজিৎ গাঙ্গুলি।
রাজনৈতিক কোনও নেতাকেই যে তাঁরা নিজেদের বিক্ষোভে চান না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে সেই ঘোষণাও করে দেন জুনিয়র চিকিৎসকরা৷ এর পরেই কার্যত অস্বস্তিতে পড়েই ঘটনাস্থল ছাড়েন বিজেপি সাংসদ৷ তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, কোনও রাজনৈতিক ব্যক্তি হিসেবে নন, শহরের একজন বাসিন্দা হিসেবেই জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলেন তিনি৷ জুনিয়র চিকিৎসকরা তাঁকে ভুল বুঝেছেন বলেও দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তবে বিজেপি সাংসদ দাবি করেন, ‘নগরপালের অবশ্যই উচিত ছিল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করা৷ ওঁরা তো দুষ্কৃতী নয় ৷
+ There are no comments
Add yours