বীরভূমে নানুর গ্রামে বিজেপি লোকসভার ভোটে এগিয়ে আছে।
গোটা গ্রামে 14 টি নলকুপ রয়েছে সব গুলোতে জল নেওয়া হয়। তার মধ্যে 12 টি খারাপ হয়ে গেছে। দুটি নলকূপের ওপর ১২৬ টি পরিবার নির্ভর করে আছে। গ্রামবাসীদের শাস্তি দিতে সারাচ্ছেন না নলকূপ গুলি পঞ্চায়েতের তৃণমূল প্রধান, অভিযোগ বিজেপির। পাঁচ দিন ধরে এই নলকুপগুলি খারাপ হয়ে পড়ে আছে। পঞ্চায়েতে এব্যাপারে জানানো হয়।
বোলপুর জেলার জেলা সভাপতি সন্ন্যাসী চরণ অভিযোগ করেছে যে ; তৃণমূল যেখানে ভোটে পিছিয়ে থাকবে সেখানে কোনো সরকারি পরিষেবা দেওয়া হবে না। আর সেই জন্যই নানুরের এই গ্রামে কোন কল মেরামতি করা হচ্ছে না আর সারানো হবেও না ।
অন্যদিকে নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে তিনি বলেছেন জলস্তর নেমে যাওয়ার জন্য নলকুপ গুলি অকেজো হয়ে পড়ছে। লাপুরের বিডিও জানিয়েছেন… আমরা অভিযোগ পেয়েছি। ওই অভিযোগ পেয়েই যারা ওইখানে উপস্থিত আছে তাদেরকে দ্রুত কল সারানোর জন্য বলা হয়েছে,
এখন ও পর্যন্ত চারটি নলকূপ সারানো হয় বাকিগুলি এখনও অকেজো। গ্রাম বাসিদের অভিযোগ এই নলকূপ গুলি অকেজো হয়ে থাকার জন্য তাদেরকে পাশের গ্রামের থেকে জল আনতে হচ্ছে। বারোটির মধ্যে আটটি কল যেন সারিয়ে তোলার ব্যবস্থা করা হয়। না হলে তাদেরকে জল কষ্ট ভোগ করতে হবে। তবে দ্রুত বাকি কল্ গুলি সারিয়ে তোলার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন।