
আজ থেকে দুই বছর আগে স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান কে নিয়ে রানাঘাটের দুই সন্তানের বাবার হাত ধরেই সংসার পাতেন। তারপরে বাপের বাড়ি চলে আসে। আর সেখানে জামাই গেলে নিজের বৌকে দেখতে না পেয়ে রেগে যান , রাগের চোটে জামাই শাশুড়িকে হাসুয়া দিয়ে কুপিয়ে দেয় । শরীরের একাধিক জায়গা ক্ষতের দাগ । অভিযুক্ত জামাই আঘাত করেই পালিয়ে যায় সেখান থেকে। । ওই মহিলাকে গুরুতর জখম অবস্থায় ডোমকল হাসপাতে ভর্তি করা হয়। ওই যখম মহিলার নাম আসিদা বিবি। বয়স চল্লিশ বছর। বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকার দোপাদার গ্রামে। ওই মহিলা একটি হোটেল এ কাজ করতেন। তার স্বামী বাইরের দেশে কাজ করতেন। এভাবেই তাদের সংসার চালিয়ে মেয়ের বিয়ে দেন। কিন্তু দুবছর আগে ট্রেনের মধ্যে রানাঘাট এলাকার আজমীর সেখ নামে এক যুবকের সাথে । আর তারপরে নিজের স্বামী ছেড়ে আজমীরের হাত ধরে। বিয়ে করেন একে অপরকে। কিছুদিন আগে বাবার বাড়ি ফেরে। দুই সন্তান নিয়ে অন্যত্র চলে যায়। সেই খবর পেয়ে রানাঘাটের ওই যুবক আসে শশুরবাড়িতে। ব্যস্ আর দেখতে না পেয়ে শাশুড়িকে করেই চম্পট জামাই। চিৎকার শুনে আশেপাশের লোক জড়ো হয়। পুলিশ এ খবর দেওয়া হয়।