শান্তিপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম প্রসাদ গোস্বামী এর বাড়ি রাধা কৃষ্ণ গোপাল জিউ বিগ্রহের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে খবর আজ সকালে বাড়ির দোতলা থেকে ধোঁয়া উঠতে দেখতে পায় পরে তারা ছুটে গিয়ে দেখেন বন্ধ সংসারে দাউ দাউ করে জ্বলছে আগুন। তারপর সঙ্গে সঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে ঘটনার সম্পর্কে জানান এলাকাবাসীরা। পরবর্তীতে চেয়ারম্যানের ফোন পেয়ে দমকল কর্মীরা সেই ঘটনাস্থলে দ্রুত পৌছায় এবং আগুন নেভানোর কাজে তৎপর হন। বাড়িতে কেউ উপস্থিত না থাকায় এই অগ্নিকাণ্ড বলে মনে করছে সাধারণ এলাকাবাসীরা। তবে আগুনের এই ভয়াবহতা কিছুটা কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে উপস্থিত হয় সেই বাড়ির লোকেরা। তবে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে আগুন এখনো নিয়ন্ত্রণ আসেনি তবে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পরবর্তীতে ওই বাড়ির অবস্থা দেখতে আসেন পৌরসভার চেয়ারম্যান ও শান্তিপুর থানার পুলিশ । পরিবারের পাশে থাকার আশ্বাস ও দিয়েছেন। তবে কিভাবে এ আগুন লাগলো দিনে দুপুরে তা খতিয়ে দেখছে দমকল কর্মীর আধিকারিকরা। তবে এই ঘটনাই ওই এলাকাতে রীতিমতো আতঙ্কে সৃষ্টি হয়েছে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024
More From Author
মুসুম্বি লেবুর গুরুত্ব অনেক
September 11, 2024
রাত পেরিয়ে সকাল এখনো অনড় আন্দোলনকারীরা
September 11, 2024
ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী
September 11, 2024