শাহরুখ খানকে খুনের হুমকি ফোন, গ্রেফতার আইনজীবী
হুমকি কাণ্ডে জেরবার বলিউড। সলমন, শাহরুখ খান এমনকি বাদ নেই বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার বলিউড বাদশা শাহরুখ খানকে প্রাণে মারার হুমকি কাণ্ডে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ফৈয়াজ খান।
ওই ৫৯ বছরের আইনজীবীকে ছত্তিশগড়ের রায়পুরে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ, শাহরুখের থেকে ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন ওই আইনজীবী। মুম্বই পুলিশের সামনে হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত আইনজীবী ফৈজান কিছুদিন আগে পুলিশকে জানিয়েছিলেন তার মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে না। গত ২ নভেম্বর পুলিশে রিপোর্ট দায়ের করেন তিনি। ওই মোবাইল থেকেই হুমকি দিয়েছিলেন ওই আইনজীবী। মোবাইলটি আইনজীবীর নামেই নথিভুক্ত।
তার বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা ৩০৮(৪) (মৃত্যুর হুমকি বা গুরুতর আঘাতের হুমকি সহ তোলাবাজি) এবং ৩৫১(৩)(৪) (অপরাধী হুমকি) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ শাহরুখ খানের নিরাপত্তার কথা চিন্তা করে ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে। তার সঙ্গে সব সময় ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষীথাকবেন।