নিজের নম্রতা কিন্তু আমার দুর্বলতা নয়, এই ভাষাতেই বৃহস্পতিবার ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব তুলোধনা করলেন শুভেন্দু এবং হিরণকে। দেবকে নিয়ে একটি পোস্ট করেন শুভেন্দু তাতে দেখা যাচ্ছে, দেবকে আরণ্যক ট্রেডার্স থেকে দু’দফায় ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
শুভেন্দুর এই পোস্টের পালটা জবাব দিতেই দুপুরের দিকে দেব লেখেন,ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো।
আর রইল কথা গোরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন, তাহলে উনিও কি গোরু চোর ? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।