শুশুনিয়া পাহাড়ের কোলে এক অজানা গ্রাম রয়েছে। রয়েছে বিনামূল্যে স্কুল। গ্রামের শিল্প সংস্কৃতি সবই মন ছুঁয়ে যাবে
#CulturalHeritage#Bankura#asianews#viralnews#WestBengalNews
শুশুনিয়া পাহাড় এর কোলে ছবির মতো একটি গ্রাম রয়েছে। যার কথা অনেকের অজানা। যে গ্রামে গেলে প্রকৃতি এবং শিল্প মন জয় করবে।
কোনও এক সময় এই আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে এসেছিলেন জনৈক সাধু বাবা। গরিব গ্রামবাসীরা সাধু বাবার জন্য ব্যবস্থা করেছিলেন একটি পাতার কুটির। তারপর ধীরে ধীরে সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে প্রত্যন্ত গ্রামটির চেহারা।
১৯৯১ সালে শিউলিবোনায় পা রাখেন এক সাধু বাবা। জনপ্রিয়ভাবে পরিচিত ‘প্রভুজি’ বলে। পরবর্তীকালে গ্রামবাসীরা তাঁকে ‘ধারতি বাবা’ বলে ডাকতেন। এই গ্রামে আদিবাসী শিশুদের জন্য বিনামূল্যে স্কুলের ব্যবস্থা আছে। স্কুলের নাম ‘মিলনমেলা’। ধারতী বাবার আদর্শে গ্রামের আদিবাসী শিশুরা পড়াশোনা করে এই স্কুলে। সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গিয়েছে অজানা গ্রামটির চেহারা। তৈরি হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, পাওয়া যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল এবং গ্রামের ছোট ছোট বাচ্ছারা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
+ There are no comments
Add yours