শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে ভারত-বিরোধী মন্তব্য মাহফুজ আলমের

ঢাকা থেকে নয়াদিল্লিকে চিঠি পাঠানো হয়েছিল, যাতে শেখ হাসিনাকে ইউনুস সরকারের হাতে তুলে দেওয়ার দাবি করা হয়েছিল। তবে এই চিঠির প্রেক্ষিতে ভারত সরকার কোনো মন্তব্য করেনি এবং সাবধানী কৌশল অবলম্বন করেছে। এরই মধ্যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফের ভারত-বিরোধী মন্তব্য করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘শুনছি, ভারত হাসিনাকে ফেরত দেবে না, এমনটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে।’’ মাহফুজ আলমের এই মন্তব্যের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে, মাহফুজ আলম ‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের কথা বলার পরেও ভারতের কড়া প্রতিক্রিয়া এসেছিল। এবার তিনি আবারও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। মাহফুজ আলম আরও বলেন, ‘‘আমাদের বাস্তববাদী হতে হবে, সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, তা সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার।’’এ মন্তব্যের পর, ভারতের প্রতিক্রিয়া না আসলেও, ওয়াকিবহাল মহল মনে করছেন যে ইউনুস সরকারের তলে তলে ভারত-বিরোধিতা জারি রাখতে বেশি আগ্রহী মাহফুজ আলম।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author