শোকের মধ্যে আনন্দ: ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু
হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ বছরের রেবতী নামে এক মহিলার। বুধবার রাতের এই মর্মান্তিক ঘটনার পর, সুপারস্টার অল্লু অর্জুন শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তাদের জন্য ২৫ লক্ষ টাকার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।পুষ্পা ২’-এর প্রিমিয়ার:বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো চলছিল। সেখানে উপস্থিত ছিলেন সুপারস্টার অল্লু অর্জুন। প্রিমিয়ারে অগুনতি ভক্তের উপস্থিতিতে ঘটেছে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা। মৃতার নাম রেবতী, বয়স ৩৯ বছর।শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভিডিও পোস্ট করে আর্থিক সাহায্য ও দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মৃতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। অনুরাগীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা।এই ঘটনার পর পুরো সিনেমা টিম এবং অল্লু অর্জুন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সহানুভূতির হাত বাড়িয়েছেন