সংসদে ‘ব্যাগ’ নিয়ে রাজনীতি: প্রিয়াঙ্কা গান্ধীকে ব্যাগ উপহার দিলেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গী
কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি সংসদে যে ব্যাগ নিয়ে গিয়েছিলেন, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রিয়াঙ্কা যে ব্যাগ দুটি নিয়ে সংসদে গিয়েছিলেন, তাতে যথাক্রমে প্যালেস্টাইন এবং বাংলাদেশে হিন্দু-খ্রিস্টানদের প্রতি সংহতির বার্তা ছিল। এই ব্যাগের কারণে জাতীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়, কারণ একদিকে মোদি সরকার প্যালেস্টাইনের প্রতি সমর্থন দেয় না, অন্যদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে সরকার তেমন কোনো কথা বলছে না।তবে, এই ব্যাগের রাজনীতির পালটা হিসেবে বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গী প্রিয়াঙ্কাকে একটি বিশেষ ব্যাগ উপহার দেন। ওই ব্যাগে লেখা ছিল “১৯৮৪”, যা ১৯৮৪ সালের শিখ দাঙ্গার স্মৃতি উসকে দেয়। অপরাজিতা সারেঙ্গী এই উপহারের মাধ্যমে কংগ্রেসের অতীতের দিকটি সামনে আনার চেষ্টা করেন। তিনি বলেন, “আজকের প্রজন্মের জানা উচিত ৫০ বছর আগে কংগ্রেস কী করেছিল।” অপরাজিতা আরও দাবি করেছেন যে, প্রথমে প্রিয়াঙ্কা একটু ইতস্তত করলেও পরে তিনি সেই ব্যাগ গ্রহণ করেন।বিজেপি সাংসদের বক্তব্য স্পষ্ট ছিল যে, তিনি এই উপহারের মাধ্যমে ১৯৮৪ সালের শিখ দাঙ্গার কথা মনে করিয়ে দিতে চেয়েছেন।