শেওড়াফুলি জংসনে পা পিছলে ট্রেনের তলায় পড়ে এক যুবক গুরুতরভাবে জখম ।
আজ সকালে ব্যান্ডেল লেডিস স্পেশাল ট্রেন এর তলায় এক যুবক পা পিছলে পরে যান আর তাতেই ঘটে বিপত্তি । ঐ যুবকের মাথার এক সাইড থেতলে গেছে, ডান পা গোড়ালি কেটে গেছে, ঐ যুবকের অনুমানিক বয়স 32 বছর। জি আর পি এর তৎপরতায় ঐ যুবক টি কে ক্ষত বিক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে দেহ ক্ষত বিক্ষত হলেও প্রাণ আছে। তার পরিচয় এখনো জানা যায়নি। এই দুর্ঘটনা ঘিরে স্টেশন এর দুই দিকেই ভিড় জমে ও উত্তেজনা ছড়ায়।
