সন্দীপ ঘোষ এখনও গ্রেফতার নয় কেন?’ পুলিশ-সিবিআইয়ে পার্থক্য বুঝিয়ে বড় চ্যালেঞ্জ অভিষেকের
আরজি কর ইস্যুতে এবার পুরোদস্তুর ‘পথে’ এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ থেকে একাধারে যেমন অভিষেক গত ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের ডাককে সমর্থন জানালেন, অপরদিকে, গোটা বিষয় নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন। অভিষেকের কথায়, ”যে সব মা-দিদি-বোনেরা রাস্তায় নেমেছিলেন, তাদের সম্মান, শ্রদ্ধা জানাই। চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল। হাইকোর্ট কেস দেয় সিবিআইকে। যারা সন্দীপ ঘোষের গ্রেফতার দাবি করছিল, তারা বলুক কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারল না!”
বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, ”১৪, ১৬, ১৮, ২১, ২৩, ২৪ সালে হেরেছে। এরা ইট, পাটকেল মেরেছে পুলিশকে। পুলিশ যে সংযমের চেহারা দেখিয়েছে, তাতে প্রমাণ হয় এই রাজ্য উত্তরপ্রদেশ নয়। আজ বনধ ডেকেছে বিচারের দাবিতে নয়। গতকাল যারা সরকারি সম্পত্তি ভেঙে গ্রেফতার হয়েছে, সেই দুর্বৃত্ত, চিটিংবাজদের ছাড়ানোর দাবিতে বনধ ডেকেছে।”
এরপরই চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সাংসদ বলেন, ”এই আন্দোলন আমরা দিল্লি নিয়ে যাব। তুমি শুরু করেছ, শেষ করব আমরা। আমাদের ট্রেন দেয়নি, যখন দিল্লিতে আমরা প্রাপ্য অধিকার চাইতে গিয়েছিলাম। আর বাংলাকে অশান্ত করবার জন্য এক্সটা বগি লাগিয়ে সরকারি সম্পত্তি নষ্টের ব্যবস্থা করে।