সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরুপাক্ষ বিশ্বাস কে বদলি ,বহু দুর্নীতির জালে জড়িত, আর জি কর কান্ডে রয়েছে হাত !
#kakdwiphospital#asianews#rgkarmedicalcollege#RGKarProtest
বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বিরুপাক্ষ বিশ্বাস কে বদলি করা হলো। জানা যায় আর জি কর হাসপাতালে সন্দীপ ঘোষের সাথে একধিক দুর্নীতির কান্ডে জড়িত ছিলেন। সন্দীপ ঘোষের অনেক ঘনিষ্ঠ ছিলেন বিরুপাক্ষ।
তার নামে আগে অনেক অভিযোগ উঠেছিলো। এছাড়াও অভিযোগ আর জি করের ক্রাইম সিনে তার উপস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল। গত কয়েকদিন ধরে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা তার বদলির জন্য অনেকদিন ধরে আন্দোলন করছিল ,তার বিরুদ্ধে অনেক অভিযোগে উঠে আসছিল।
এর পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দফতর বদলির সিদ্ধান্ত নেই। বর্ধমান মেডিকেল কলেজ থেকে সরিয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে বদলি করলো।
+ There are no comments
Add yours