সন্ধে ৬টায় আলোচনার জন্য নবান্নে ডাক
#SwasthyaBhawan#BanglaNews#WestBengalNews#rgkarmedicalcollege#asianews#viralpost
অবশেষে জুনিয়র ডাক্তারদের ইমেইল এর উত্তর দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। জুনিয়র চিকিৎসকদের টানা কর্ম বিরতির জেলে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে ক্ষতিপূরণ হয়েছে তার উল্লেখ করে এই বৈঠকের আসার আহ্বান জানিয়েছেন।সন্ধে ৬টার সময় নবান্নে ১২ থেকে ১৫ জন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি নিয়ে বৈঠকে উপস্থিত থাকার আবেদন জানালেন মনোজ পন্থ। সেই সঙ্গে চিঠিতে উল্লেখ রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা, জেখানে বলা হয়েছিল ১০ই সেপ্টেম্বরের মধ্যে চিকিৎসকদের তাদের কাজে যোগদান করতে বিকেল পাঁচটার মধ্যে। তবে চিকিৎসকদের তরফে একটি শর্ত দাবি রাখা হয়, সেই বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকতে দিতে হবে, যাতে সেই আলোচনা সম্পর্কে গোটা রাজ্যবাসী জানতে পারে।
+ There are no comments
Add yours