সপ্তাহের প্রথম দিনেই তেজী শেয়ার বাজার। ৮০ হাজার সূচক ছাড়ালো সেনসেক্স।
সোমবারকে বলা হয় সপ্তাহের প্রথম দিন। আর এই দিনেই চরম অস্থির হয়ে উঠলো শেয়ার বাজার। এদিন সেন্সেক্স খোলার সাথে সাথে ৪০০ পয়েন্টের ভাইভ ছিল কিন্তু মাত্র কিছু সময়ের জন্য দর পতনের লেনদেন চললো আচমকা উত্থানের দিকে মোর নেই শেয়ার বাজার। এর সাথে সাথে সেক্স ৫৫০ পয়েন্ট এর বেশি উঠে গিয়ে সূচক আশি হাজারের গণ্ডি পার করে ফেলল। অন্যদিকে নিফটিও দুর্দান্ত কাম ব্যাক করেছে।
সপ্তাহের শুরুতেই সেন্সেক্স ও নিফটির ঝড়ো উত্থান হয়েছে একথা বলাই বাহুল্য। কারণ দিনের শুরুতে সেনসেক্স পতনের দিকেই যাচ্ছিল। শুরুর কয়েক মিনিটের মধ্যেই সেন্সেক্স ৪০০ পয়েন্ট পড়ে যায়। কিন্তু বিএস ই ( বোম্বে স্টক এক্সচেঞ্জ )- এ ৩০ শেয়ার সেনসেক্স ৫৫৮ পয়েন্ট বৃদ্ধির সাথে সাথেই ৮০,০৪৩, ৭১স্তরে লেনদেন শুরু হয়। এন এস ই এর নিফটি সূচক প্রায় দেড় ঘন্টা পর এক লাফে ১৭০ পয়েন্ট বেড়ে বর্তমানে ২৪ হাজার ৩১৭ স্তরে লেনদেন করছে।