সাইক্লোনের জন্য আজ থেকে হাওড়া ও শিয়ালদায় ২৫৮ লোকাল ট্রেন বাতিল! জেনে নিন কতক্ষণ ট্রেন চলবে না আর কোন কোন ট্রেন বাতিল হল?
প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে হাওড়া ও শিয়ালদা মিলিয়ে কমপক্ষে ২৫৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ রাত ৮ টা থেকে শুক্রবার ১০ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা মিলিয়ে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০ টা পর্যন্ত হাওড়া ডিভিশনে ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে। আরও ট্রেন বাতিল করা হবে কিনা, পরিস্থিতি বিচার করে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার পরে শিয়ালদা থেকে দক্ষিণ শাখা এবং হাসনাবাদ শাখার কোনও লোকাল ট্রেন ছাড়বে না। বজবজ, বারুইপুরের মতো কয়েকটি শাখা ছাড়া অপরপ্রান্তের স্টেশন থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ট্রেন ছাড়বে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ আজ রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে থাকবে শিয়ালদা দক্ষিণ এবং শিয়ালদা-হাসনাবাদ শাখা। অন্যান্য শাখায় অবশ্য লোকাল ট্রেন পরিষেবা চালু থাকবে।
শিয়ালদহ–ক্যানিং – ১৩টি আপ ও ১১টি ডাউন লোকাল বাতিল
সোনারপুর – ক্যানিং – ৩টি আপ ও ৪টি ডাউন লোকাল বাতিল।
শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর- ১৫টি আপ ও ১০টি ডাউন লোকাল বাতিল।
শিয়ালদহ – বজবজ- ১টি আপ ও ১৪টি ডাউন লোকাল বাতিল।
শিয়ালদহ – সোনারপুর- ৪টি আপ ও ৭টি ডাউন লোকাল বাতিল।