সাইবার ফ্রড রুখতে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, রাজ্য সরকারের নতুন কমিক্স বই
সাইবার ক্রাইম রোধে রাজ্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে। শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সচেতন করতে ‘সাইবারের সম্মোহন’ নামক একটি কমিক্স বই প্রকাশ করেছে সরকার। এই বইয়ের মাধ্যমে সাইবার ফ্রডের হাত থেকে বাঁচার উপায় তুলে ধরা হয়েছে। আইটি দফতর বিধায়কদের জন্য দুটি বিশেষ কমিক্স বইও বিতরণ করেছে, যাতে সাইবার ক্রাইম সম্পর্কে আরও সচেতনতা তৈরি হয়। এর পাশাপাশি, আইটি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রত্যেক বিধায়ককে চিঠি দিয়ে বিষয়টির গুরুত্ব এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দিয়েছেন