সাতসকালে শহরজুড়ে সিবি আই এর হানা, সঙ্গে সশস্ত্র বাহিনী।
#rgkarupdate#RGKarNews#CBI#WestBengal#kolkatanews
আর জি কর তদন্তে শহর জুড়ে অভিযানে সিবি আই এর দশটি দল বেরিয়েছে । RG করের আধিকারিকদের বাড়িতেও গোয়েন্দারা।সাতসকালে প্রথমে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি, আর জি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের আধিকারিক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও পৌঁছেছে সিবি আই-এর একটি দল।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার, সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও পৌঁছেছে CBI দল। চলছে জিজ্ঞাসাবাদ। আর জি কর মেডিক্যালের সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতেও সিবি আই. বিপ্লব সিংহের বাড়ি হাওড়ার হাটগাছাতে। আর জি কর মেডিক্যালে বায়ো মেডিক্যাল বর্জ্য নিয়ে গতকালই সরব হন রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, “শুধু আর জি কর মেডিক্যাল নয়, রাজ্য জুড়ে চলছে বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতি। যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, তাদের কোনও প্লান্টই নেই পশ্চিমবঙ্গে।”
রবিবার সকালে নিজাম প্যালেস থেকে সিবি আই-এর ১০টি দল বেরিয়েছে বলে খবর। শহরের বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে তারা। সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির যে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে, সেই সময় সঞ্জয় উপাধ্যক্ষ ছিলেন সঞ্জয়। বাকিদের নামও উঠে এসেছে অভিযোগে। বিশেষত বায়ো মেডিক্যাল বর্জ্য, মৃতদেহ নিয়ে দুর্নীতি হয়েছে বলেও রয়েছে অভিযোগ।
+ There are no comments
Add yours