সাত সকালে বোমাবাজি। মালদায় কংগ্রেস খুনে ব্যাপক চাঞ্চল্য
#MaldaViolence
#CongressLeaderMurder
#MaldaBombing
#PoliticalViolenceWB
#SaifuddinMurder
#MaldaIncident
#BengalPoliticalTensions
#MaldaNews
#ViolenceInMalda
#TMCAndCongressClash#asianews
মালদহের মানিকচকে রাস্তায় প্রকাশ্যে বোমাবাজিতে নিহত কংগ্রেস নেতা। নিহত ওই কংগ্রেস নেতা মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিন। কে বা কারা খুন করেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। মানিকচকের ধরমপুর বাস স্ট্যান্ড এলাকায় ব্যাপক বোমাবাজিতে মৃত্যু হয়, তার সঙ্গে অনেকে আহত হয়। তবে অভিযোগ গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি নাসির সেক ও তার দলবল এর বিরুদ্ধে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী রাস্তা অবরোধ চলে অনেকক্ষণ।
একটি সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এলাকার দখল নিয়ে কংগ্রেস নেতা সইফউদ্দিন গোষ্ঠীর সঙ্গে বিবাদ চলছিল তৃণমূল নেতা নাসির শেখ ও তার দলবলের। বোমাবাজিও খুনের পেছনে নাসির শেখ ও তার দলবলেরই হাত রয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের সদস্যদের। এর আগেও দুপক্ষের এলাকা দখলে বারবার বোমাবাজি গুলি এমনকি খুনের ঘটনাও ঘটেছে গোপালপুরে। আবারো সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।
+ There are no comments
Add yours