সিকিম যাওয়ার পথে বড় বিপদ। পুজোর মুখে বন্ধ বাংলা- সিকিম দশ নম্বর জাতীয় সড়ক
পুজোর সময় অনেক ভ্রমণকারী মানুষ সিকিম, কালিম্পং ভ্রমণ করতে যায়। আর সেই ১০ নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফ লাইনের ধসে বিপত্তি পর্যটকদের। একটানা অনেকদিন এই ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়। আর তার মধ্যে ফের ধস নেমে বিপত্তি। চিত্রে ও তিস্তা বাজারের মাঝে ধস নামে।
জেলা প্রশাসন সূত্রে খবর, ধসের জেরে ওই পথ ধরে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেছে পিডাব্লুডি কর্তৃপক্ষ।
বৃষ্টির জেরে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে দশ নম্বর জাতীয় সড়কের উপর এর জেরেই ঘটে বিপত্তি বন্ধ হয় যান চলাচল ,ফলে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকেরা।
সামনেই দুর্গাপূজা তার আগে ফের বৃষ্টিপাতের জেরে ধসে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, এর জেরে কপালে হাত পড়েছে সিকিম এবং কালিম্পং এর ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের।পর্যটনের ভরা মরশুমে যদি ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকে সে ক্ষেত্রে সিকিম বা কালিংপং যেতে হলে পর্যটকদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে পাশাপাশি সমস্যায় পড়বে স্থানীয় বাসিন্দারা