সিদ্ধান্ত চূড়ান্ত, অভিনয় ছাড়ছেন আমির খান
লাল সিং চাড্ডা’র বক্স অফিসে ভরাডুবির পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন আমির খান। চেয়েছিলেন আর দশটা সাধারণ মানুষের মতোই পরিবারের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে। তবে সাবেক স্ত্রী কিরণ রাও, সন্তান জুনায়েদ খান আর তাঁর প্রযোজনা সংস্থার কর্মীরা মিলে আমিরকে বোঝান। মন বদলান অভিনেতা। তবে এবার অভিনয় ছাড়া নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আমির। সম্প্রতি ইউটিউব চ্যানেল দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন আমির খান ও কিরণ রাও। সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে অবসর নিয়ে নিজের ভাবনা জানান। এই সাক্ষাৎকারে অভিনেতা পরিষ্কার বলে দেন, ৭০ বছর বয়সে অবসরে যেতে চান তিনি!
আমির জানান, অবসরে যাবেন, এ নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত ছিলেন। সকালে উঠে যোগব্যায়াম করবেন, পরিবারের সঙ্গে সময় কাটবেন—সব মিলিয়ে পরিকল্পনা মন্দ লাগছিল না। কিন্তু যখন মন বদলান, তখন নতুনভাবে শুরু করতে চান। আমিরের ভাষ্যে, ‘আমি এখন একসঙ্গে ছয় প্রকল্পে হ্যাঁ বলেছি, ক্যারিয়ারে কখনোই এমনটা হয়নি।’ আমির বিরতি নিয়ে সিনেমা করেন। একসঙ্গে একটির বেশি সিনেমা করেন না। সেই আমির একসঙ্গে ছয়টি প্রকল্পে কাজ করছেন!
+ There are no comments
Add yours