
বুধবার সন্ধ্যায় কাঁচরাপাড়ায় নিজের বাড়িতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেন তিনি। জানা গিয়েছে, ভারসাম্য হারিয়েই তিনি ঘরের মেঝেতে পড়ে যান। তাকে আহত অবস্থায় প্রথমে কল্যাণীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে, কলকাতায় ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা এখনো আশঙ্কাজনক। ২০২১ সালে তার স্ত্রীর মৃত্যুর পর থেকেই তার শরীরের অবস্থার অবনতি ঘটতে থাকে।তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন পাশাপাশি ডিমনেসিয়াতেও ভুগছিলেন ।এই বছরের এপ্রিল মাসেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মুকুল রায় কে।কাঁচরাপাড়া যুগল ভবনের দোতালায় থাকেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুকুলের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছিলেন।ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক ও লোকসভার ভোটের আগে মুকুল কে দেখতে তার বাড়ি গিয়েছিলেন। রাজনৈতিক জীবনের প্রথম পর্যায়ে তিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করেন এবং জনপ্রিয়তা গড়ে ওঠে।দীর্ঘদিন তৃণমূলে থাকার পর 2017 সালে নভেম্বর মাসে বিজেপিতে যোগদান করেন।২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তাকে প্রার্থী করেছিল বিজেপি। মুকুল এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপির বিধায়ক হলেও গত দু’ বছর ধরে সক্রিয় রাজনীতিতে নেই এই প্রবীণ নেতা ।