সিভিক পুলিশের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। আত্মহত্যা নাকি খুন তদন্ত চলছে
সিভিক পুলিসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য । পরিবারের সদস্যদের দাবি কিছুদিন আগেই দুর্গ পুজোর সময় কয়েকজন মিলে তাকে হুমকি দিয়েছিল। সন্দেহ তারাই হয়তো খুন করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। যদিও এই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। মৃত ব্যক্তির নাম মাধব সর্দার। বয়স ৩৮, বাড়ি নবদ্বীপ ব্লকের উসিদপুর ভালুকা বটতলা রুই পুকুর পঞ্চায়েত এর আমঘাটায়, এলাকা কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত। বাড়ির পাশে রয়েছে বিশাল লম্বা গান আর সেই আম বাগানেই তাকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।। রবিবার সকালে কিছু স্থানীয় বাসিন্দা ঐ মৃতদেহ দেখতে পায়।তারপরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরিবারের অভিযোগ পরিবারের সঙ্গে কোনো রকম কোনো অশান্তি হয়নি। দুর্গা পুজোর সময় ১০ ১২ জন তাকে হুমকি দেওয়া হয়েছিল হয়তো তারাই মেরে দিয়েছে। এই ঘটনা ইতিমধ্যে সরগোল পড়ে গিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এটা আত্মহত্যা নাকি খুন তার কিনারা খুঁজছে পুলিশ।
গত কয়েক বছরে একের পড়বেক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়ি থেকে উদ্ধার হয় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে নিউটাউনের হাতিয়ারাতে। ইকোপার্ক থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় সিভিক পুলিস কৌশিক দেবনাথের পরিবার, তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, শ্বশুরবাড়ির মানসিক চাপে ও তার পরিবারকে গালিগালাজ করায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার।