বোনাস বাড়ল সিভিক ভলান্টিয়ারদের। চলতি আর্থিক বছরে ৫৩০০ থেকে বেড়ে বোনাস ৬ হাজার। সিভিক ভলান্টিয়ার ছাড়াও এই বোনাস বৃদ্ধির সুবিধে পাবেন ভিলেজ পুলিশরাও।
একুশে আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেখানেই বলা হয়েছে, রাজ্য অর্থ দফতর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস হচ্ছে ৬০০০ টাকা।
এর আগে ২০২২-২৩ সালে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করা হয়েছিল। সেই বোনাসের অর্থমূল্য ছিল ৫৩০০ টাকা। অর্থাৎ ২০২৩-২৪ সালে ৭০০ টাকা করে বৃদ্ধি করে সেই অ্যাড-হক বোনাস করা হল ৬০০০ টাকা। বছরে একবারের জন্য এই বোনাস দেওয়া হয়।
এর আগে ২০২২-২৩ সালে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করা হয়েছিল। সেই বোনাসের অর্থমূল্য ছিল ৫৩০০ টাকা। অর্থাৎ ২০২৩-২৪ সালে ৭০০ টাকা করে বৃদ্ধি করে সেই অ্যাড-হক বোনাস করা হল ৬০০০ টাকা। বছরে একবারের জন্য এই বোনাস দেওয়া হয়।
+ There are no comments
Add yours